কোন প্রশ্ন থাকলে আমাকে ইমেইল করতে পারেন ikrama.213@gmail.com এই ঠিকানায় ।।
( It's my presentation for them whom didn’t visit Lalbagh fort yet……
Farther information, please mail: ikrama.213@gmail.com )
1. History :
লালবাগের কেল্লা :
সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা আজম ১৬৭৮ খ্রি. এই প্রসাদ দুর্গের নিরমান কাজ শুরু করেন ।পরবর্তী সুবাদার শায়েস্তা খানের শাসনামলে ১৬৮৪ খ্রি. নির্মান কাজ অসমাপ্ত অবস্থায় দুর্গটি পরিত্যক্ত হয় ।দুর্গের অভ্যন্তরে হাম্মাম খানা সহ একটি সুরম্য দ্বিতল দরবার হল , একটি সমাধি সৌধ , তিনটি গম্বুজ বিশিষ্ট মসজিদ ও একটি পুকুর অবস্থিত । তিনটি সুদৃশ্য তোরণ ছারাও দক্ষিন এবং পশিমের দুর্গ-প্রাচীরের নির্দিষ্ট দুরুত্ব পর পর পলকাটা তোপমঞ্চ রয়েছে ।।
LALBAGH FORT :
The construction of this place-fortress was begun by Prince Azoam, son of the mughal emperor Aurangzeb, in 1678 ad. But eventually its construction was abandoned by the nughal subadar Shaista Khan in 1684 ad. It accommodates within its partly fortified perimeter , a two-storeyed elegant audience hall , cum hammam , a tombs , a three domed mosque and a tank , in addition three are three imposing gateways different points of its surviving defense wall , moreover the walls on the south and west are provided with facetted bastions at intervals .
2.
এটা লালবাগ কেল্লার প্রবেশপথ..........।।
(It’s the entrance of Lalbagh fort. .)
পরীবিবির মাজার :
(Grave of Pari Bibi)
পরীবিবির সমাধি :
এই অনন্য ইমারতটি মুঘল সুবেদার শায়েস্তা খানের প্রিয় কন্যা পরীববর সমাধি সৌধ হিসাবে সুপরিচিত । বাংলাদেশে এই একটি মাত্র ইমারতে মারবেল পাথর কস্টি পাথর ও বিভিন্ন রঙ এর ফুল-পাতা সুশোভিত চাকচিক্যময় টালির সাহায্যে আভ্যন্তরিন নয়টি কক্ষ অলংকৃত করা হয়েছে ।কক্ষ গুলির ছাদও করবেল পদ্ধতিতে কষ্টিপাথরের তৈরি । মূল মমাধি সৌধের কান্দ্রীয় কক্ষের উপরের কৃত্তিম গম্বুজটি তামার পাত দিয়ে আচ্ছাদিত । ২০২ মিটার বর্গাকৃতি এই সমাধি সৌধটি ১৬৮৮ খিষ্টাব্দের পূর্বে নির্মিত ।
(TOMB OF PARIBIBI :
Traditionally attributed to be the tomb of Pari Bibi. A favorite daughter of the mughal subadar Shaista Khan. This isaunique monument in Bangladesh where marble stones, black brasaltand glazed tiles have been used to embellish the interior of its nine chambers. Where as the roofs of the chambers are spanned by massive over lapping courses of black basalt. The central tomb chamber is covered by a false copper dome. The construction of the tomb measuring externally 202 meter square, was completed before 1688 A.D.)
3.
পরীবিবির মাজার......এখানে দুইটি কবর রয়েছে....।।
Grave of Pari Bibi . . There is two grave .
4.
5.
6.
7.
8.
9.
10.
খোদাবন্দ (মির্জা বাঙ্গালীর) সমাধি
(শায়েস্থা খানের একজন বিশ্বস্থ সহ-সেনা অধিনায়ক)
Grave of Khodaband (Mirja bangali)
(A Trusted Lieutenant of Shaista Khan)
উভয় পাশের কবর অজানা শিশুর
Both side's grave of unknown child
11.
পরি বিবির সমাধি
Grave of Paribi
(Daughter of Shaista Khan)
12.
সামশাদ বানুর সমাধি
(শায়েস্তা খানের কথিত ছোট কন্যা)
Grave of Shamshed Bhanu
(Said to be the youngest daughter of Shaista Khan)
পরিবিবির মাজারের কিছু ছবি......
(Some image of the tomb of Pari Bibi)
যাদুঘর :
(Museum)
13.
14.
15.
16.
17.
18.
এটা যাদুঘরে প্রবেশের দরজা......
(Entrance of museum..)
19.
এটি একটি বর্ম । এই বর্মগুলো মুঘোল সৈনিকরা যুদ্ধক্ষেত্রে পরিধান করত ।
(It’s a shield. The mughal soldier used to wear this shield in the war.)
20.
এগুলো মুঘোল সৈনিক দের ব্যবহৃত অস্র ।এরকম আর অনেক অস্র আছে এই যাদুঘরে ।
(This weapons were used by mughals soldier .There are more weapons like this in this museum.)
21.
এগু্লো তখন কার আমলের কিছু পয়শা । এগুলো সর্ণ,রৌপ্য,তামা ইত্যাদি দিয়ে তৈরি ।
(This are mughol periods coin.Made by gold, silver, bronze etc.)
22.
এটা হলো মুঘোল আমলের মানচিত্র । এটাই বাংলার মূল মানচিত্র । যেখানে সম্পুর্ন বাংলা একত্রে ছিল ।
(This is mughol periods map .This is the original map of bangla, When the entire bangla was together.)
23.
এটা হলো শিলালিপি ।
(It’s a stone inscription .)
24.
এটা কামানের ভাঙ্গা অংশ ।
(It’s the broken part of canon.)
যাদু ঘরের বিভিন্ন সাইটের কয়েকটি ছবি........
ছবি তোলা নিষেধ তাই মাত্র কয়েকটা ছবি তুলেছি ।
(Some image of the museum.It is forbidden to take picture, so I took few pictures.)
পুকুর :
(Pond)
25.
26.
পুকুরে নামার সিড়ি....
(Stairs of pond...)
27.
পুকুরে ফুটেথাকা কিছু শাপলা ফুল...
এখানে কেল্লার অভ্যন্তরস্থ পুকুরের কিছু ছবি..........।।
এই পুকুরটি একসময় ছিলো কানায় কানায় পুর্ণ । এটি এখন সময়ের সাথে সাথে তার রূপ হারিয়ে ফেলেছে ।জরাযির্ন অবস্থায় পরে রয়েছে এই পুকুরটি ।কর্তিপক্ষের কোনো পদক্ষেপ নেই এটি সংষ্কার করার জন্য ।
(Here some view of pond in the fort. Once it was full of water. It has lost its beauty with time. Now it is staying there with neglect. Authority has no steps to repair the pond.)
সুরঙ্গ পথ নং-১:
Hole no-1:
28.
29.
এটা সুরঙ্গ পথের মুখ...
30.
এইখান দিয়েই ভিতরে প্রবেশ করতে হয় ।এই প্রবেশদ্বার হল সুরঙ্গ মুখের প্রধান প্রবেশদ্বার তারপর দুই পাশে দুই দরজা যা দিয়ে সুরঙ্গে প্রবেশ করা যায়।
(This is the only way to enter the hole .This the main gate of the hole then you will found two doors in both side and those are the way of entrance.....)
সুরঙ্গ পথ নং-২:
Hole no-2:
31.
32.
33.
34.
এই শিরি দিয়ে নেমে সুরঙ্গের ভিতরে প্রবেশ করতে হয় কিন্তু এখন এটার মুখও বন্ধ পরিস্কার পরিছন্নতার সার্থে ।
(This is the steps to enter the hole but now it is closed for neat and clean.)
সুরঙ্গ পথের কিছু ছবি.....।।
(Few images of way of the hole.........)
পুরা লালবাগ কেল্লাটাকে যদি আমি দুইতলা ভবনের মত কল্পনা করি তাহলে সুরঙ্গ পথ নং-১ হলো নিচতলাতে আর সুরঙ্গ পথ নং-২ হলো ২য় তলাতে । এই সুরঙ্গ পথে যুদ্ধ শুরু হলে পালানোর কাজ়ে ব্যবহার করত ।এই সুরঙ্গ পথ দিয়ে কোথায় বের হয়ে যেত তা কেউভালো করে বলতা পারেনা ।বর্তমানে সুরঙ্গ মুখটি বন্ধকরে দেওয়া হয়েছে পরিষাকার পরিছন্নতা বজায় রাখার জন্য ।ভিতরের ছবি তুলতে পারিনি এই মুখগুলো বন্ধ থাকার জন্য ।
(If I consider the fort with a two storied building then hole no1 in ground flour and hole no 2 in 1st floor. This was used to go away from this in war. The last of the hole is unknown to us. Now this closed for neat and clean, for what I Couldn’t take picture.)
পর্যবেক্ষন টাওয়ার :
(Watch tower)
35.
36.
37.
পর্যবেক্ষন টাওয়ারের কয়েকটি ছবি......
(Few images of watch tower…)
এই পর্যবেক্ষন টাওয়ারটির মাধ্যমে শত্রুর আগমন,গতিবিধি লক্ষ কারা হত....।এটি আগে সাধারন মানুষের জন্য উন্মুক্ত ছিল ।কিন্তু বর্তমানে ঝুকির কারনে এটা বন্ধ করে দেওয়া হয়েছে ।।
(The motion and position of enemy was observed from this tower.It was opened in the past for public but now it is closed for security of life.)
কেল্লার ভিতরের আরও কিছু ছবি :
More images of internal view of fort :
38.
এটার ভিতরে কিছু কক্ষ আছে যা এখানকার নিরাপত্তা কর্মিদের থাকার যায়গা হিসেবে ব্যাবহার করা হয় ।
(There are some rooms what is use for security guard.)
39.
এটা একটা হল রুম....বিভিন্ন সময় বিশেষ বিশেষ কারনে এই রুমটি খোলা হয়। ।
(This is a hall room and it is opened in important reason.)
40.
কেল্লার ভিতরে প্রবেশ করার পথ ।
41.
42.
43.
44.
45.
46.
47.
48.
49.
50.
51.
52.
53.
54.
55.
56.
57.
58.
এটা কেল্লাতে প্রবেশের বিকল্প পথ ।
(This is substitute entrance in Lalbagh fort.)
59.
60.
61.
62.
63.
64.
65.
66.
67.
68.
এই হচ্ছে আমার উপস্থাপিত লালবাগের কেল্লা । বাস্তবে এটি অনেক সুন্দর । আপনারা এসে দেখে যেতে পারেন । আপনি এখানে এসে মন ও আত্নার সতেজতা এবং আনন্দ পাবেন ।আপিন এখানে খুজে পাবেন প্রকৃতির সৌন্দর্য ।
(This is the Lalbagh fort what I have presented.
Really it’s very nice. You can visit this. You will get pleasure here with a great refresh your mind and soul. You will find natural beauty hear.)
মন্তব্যের মাধ্যমে আমার উপস্থাপনা কেমন লাগল জানাবেন । ভাল লাগলে উৎসাহ দিবেন যাতে ভবিয্যতে আরও ভাল কিছু দিতে পারি ।
(Response with my presentation by comments. If well, please inspire me to present better things in future.)
কোথাও কোনো ভুল হলে দয়াকরে বলবেন ঠিক করে দিব...
(If any wrong please inform me.)
ধন্যবাদ
THANKS
Very very good work......i am proud of you.
ReplyDeleteJust keep it up.
thanks imran vaiya.....
ReplyDelete