Pages

Saturday, 29 May 2010

রাজনৈতিক কারনে facebook বন্ধ হতে পারে না।

আজ সন্ধা থেকে facebook বন্ধ । তার কারন সরকার সঠিক ভাবে বলছে না । তারা যদি ইসলামী সংগঠনের আন্দলনের মুখে facebook বন্ধ করে থাকে তাহলে আজ কেন বন্ধ করে । বন্ধ করার কথা তো গত কালকে ( শুক্রবার) কারন শুক্রবারে ইসলামী সংগঠন গুলো বিক্ষব সমাবেশ করে । কিন্তু আজ বন্ধ করার কারন কোনোভাবেই স্পস্ট নয় । আজ সকালে RAB পুরাতন ঢাকা থেকে শিশির নামক এক যুবকে গ্রেপ্তার করে । তা অপরাধ সে সরকারি দলের বেঙ্গাত্তক ছবি facebook এ প্রকাশ করে । আর এই কারনেই সরকার facebook বন্ধ করে দেয় । আমাদের সরকার কি মহানবি নাকি যে তার জন্য facebook বন্ধ করে দিবে । আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার কত বেঙ্গাত্তক ছবি প্রকাশ করা হল কিছু হল না । আর আজ বাংলাদেশে facebook বন্ধ । এই টা কি মেনে নেয়া যায়?????????


সরকারের উচিৎ অবিলম্বে facebook চালু করা ।

8 comments:

  1. valo korse facebook bondho kore

    ReplyDelete
  2. ভাই সবাই যখন facebook চালু করার পক্ষে আপনি কেন বিপক্ষে??????????

    ReplyDelete
  3. জামান সাহেব কি সরকার পন্থী লোক? তাইলে কিছু কমুনা

    ReplyDelete
  4. ইতিবাচক চিন্তা ইতিবাচক ফল বয়ে আনে ।

    ReplyDelete
  5. facebook bondo hoise tate kichu jai asena...kintu khalda hasina'r joinno bondo hobe eta mante parchina...ki chobi chilo kub jante icche korche(dekhte)

    ReplyDelete
  6. onek to holo, amader political person der mentality rich kora uchit...we need one Mahati Mohammad for our country who will think only about country...

    ReplyDelete
  7. http://www.thedailystar.net/newDesign/latest_news.php?nid=23964

    ভাই লিংকটা দেখবেন। তারা কারণ হিসেবে দেখিয়েছে যে কিছু মন্ত্রীসহ আমাদের প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় প্রধানকে ব্যঙ্গ করে কার্টুন ফেসবুকে আপলোড করাকেই তারা কারণ হিসেবে দেখিয়েছে।
    দিন, দুঃখিত দ্বীন বদলের স্লোগান নিয়ে যে সরকার তাদের কাজ শুরু করেছিল তার নমুনা। মহানবীর(স) কার্টুন নিয়ে এত আন্দোলন হল কিছু করা হল না আর আমাদের মন্ত্রী!! ছিঃ
    কি বলবেন বলুন, চিড়িয়া ঢুকেছে মন্ত্রীসভায়। তাদের চিড়িয়াখানায় অথবা পাবনায় পাঠানো হোক।।

    ReplyDelete
  8. ভাই একটা ছবি আমি দেখছি । অশ্লিলতার কোনো ছোয়া নাই । ছবি টা আমার কাছে আছে । অইটা একটা হারিকেনের বিঞ্জাপন মাত্র । প্রকাশ করতাম পরে ভাবলাম RAB যদি আবার আমারে ধইরা নিয়া যায় । বুঝেনই তো ভাই দেশে এখন নিরাপত্তার অভাব......।। তাই দিলাম না ।

    ReplyDelete