খন্দকার খান জাহান সম্রাট । বাংলাদেশের সর্বোচ্চ বিদ্বাপীঠ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্বালয়ের ১ম বর্ষের ছাত্র । এইত মাত্র ১ সপ্তাহ হল ক্লাস শুরু হয়ছে । তার বাবা ১ সপ্তাহ আগে এসে হলের সব গুছিয়ে দিয়ে চলেগেল বাড়িতে ছেলেকে ঢাকায় রেখে।এই রেখে যাওয়াটাই হলো তার শেষ শেষ কথা।এক ঘতক বাস কেরেনিল তার জীবন।এভাবে কত মানুষের জীবন আর জাবে?আর কত প্রতিভা হারিয়ে যাবে আমাদের মাঝথেকে?এর কি কন প্রতিকার নেই?বাংলাদেশ সরকার কি এর জন্য কোনো পদক্ষেপ নিবে না?আমরা সাধারন মানুষ কি এভাবেই আমাদের জীবন বিলিয়ে দিব?
এভাবে হাজারো সম্রাট হারিয়ে যাবে আমাদের মাঝথেকে ।আমাদের কিছুই করার থাকবে না......
যদিনা আমরা নিজেরা কোন কিছু না করি।
তাই আমার প্রস্তাব আসুন আমারা আলচনা করি কি ভাবে আমরা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি।
No comments:
Post a Comment