Pages

Tuesday, 4 May 2010

সরকারের কথার কি ঠিক আছে???????

নদী খননের জন্য সরকার অনেক পদক্ষেপ নিল।অনেক চাপা পিটাইলো।এখন নদী গুলোর কি অবস্থা আপনারাই বলেন।অন্য নদী গুলোর কি অবস্থা জানি না।আমার দেখা একটি নদীর কথা আজ আপনাদের বলব............।।


নদীটির নাম বুড়িগঙ্গা।যার পাশে ঢাকা অবস্থিত।নদীটির কামরাঙ্গীচর এর অংশটুকূর অবস্থা এত খারাপ যে সেখান দিয়ে মানুষ হেটে যেতে পারেনা দূরগন্ধে। এই অঞ্চলের মানুষগুল যে কিভাবে থাকে তা বলা মুশকিল।এই সাইট এর নদীটুকু শুকিয়ে অবস্থা খারাপ।পানি নাই নদীতে।এই সু্যোগ গ্রহন করছে এলাকার প্রভাবশালি ব্যক্তিরা।তারা ইচ্ছামত জমি দখল করে যাচ্ছে।বালুদিয়ে নদী ভরাট করে ফেলছে।সেইখানে গড়েতুলছে উচু ভবন।সরকারের কোনো দৃষ্টি এইদিকে নেই।সরকার ক্ষমতায় আসার পর খুব তো বলল যে,তারা নদী দখল রোধ করবে।অবৈধ স্থাপনা উচ্ছেদ করবে। কিন্ত বর্তমানে সরকার কি করছে?বুড়িগঙ্গার পারে আসে হাজারো অবৈধ স্থাপনা।তা কি সরকার উচ্ছেদ আদেও করতে পারবে?নাকি আরও স্থায়িকরে দিবে এই প্রভাবশালি ব্যক্তিদের?????????????সরকারের কথার মূল্য কি রইল?????????????


সরকারের উচিত অতিদ্রুত এই নদীটিকে রক্ষাকরা।এতে আমাদের সকলের মঙ্গল।

No comments:

Post a Comment